একটু ভাবুন, হঠাৎ চোখ বুজলে সৃষ্টিকর্তাকে কি জবাব দেবো?

bcv24 ডেস্ক    ০৩:২৭ পিএম, ২০১৯-০৫-১০    697


একটু ভাবুন, হঠাৎ চোখ বুজলে সৃষ্টিকর্তাকে কি জবাব দেবো?

অনেকদিন হয় প্রিয় মুখগুলোর সাথে দেখা হয়না। তাই ভাবছিলাম বন্ধু, অনুজ, অগ্রজ আর শুভাকাঙ্খীদের জন্য একটা ইফতার পার্টির আয়োজন করবো। ডলি আর Hamid কে নিয়ে প্ল্যান করাও শেষ। কন্ডো কমপ্লেক্স এর পার্টি রুম বুক করে ফেললাম। এমন অবস্থায় গতকাল সকালে ডলি একজন মানুষের সাহায্যের অনুরোধ নিয়ে এলো। বাংলাদেশের এক গ্রামে এক ভদ্রমহিলা খাবার পানির সংকটে আছেন। উনার মৃত স্বামীর ভাইয়েরা নাকি এমন ভাবে বাড়ী ভাগ করে বেড়া দিয়েছেন যে একমাত্র চাপকলটা পড়েছে জীবিত এক ভাই এর ভাগে। আর তিনি অন্য ভাইকে ওই চাপকল থেকে পানি নেবার নির্বিঘ্ন সুযোগ দিলেও এই স্বামীহারা ভদ্রমহিলার ক্ষেত্রে শতেক শর্ত আরোপ করেছেন। দেশে উকিল ছিলাম, তাই শুনেই বুঝে ফেলেছি যে আসল উদ্যেশ্য কি। আসলে ওই ভদ্রমহিলার জীবন দুর্বিষহ করে এই ভাইয়েরা হয়তো আশা করছেন যে তিনি একসময় এই ভিটা ছেড়ে চলে যাবেন। যাই হোক, সামান্য খাবার পানি নিয়ে এমন অত্যাচার এর কথা শুনে মনটা খারাপ হলো। তাই খবর পাঠালাম যে ওই ভদ্রমহিলাকে একটি চাপকল বসিয়ে নেবার খরচ দিয়ে দেবো। শুধু একটা শর্ত, তাঁর মতো আরো যাঁদের পানির সংকট আছে, তাঁদের ওই চাপকল থেকে পানি নিতে দিতে হবে। আমি সীমিত আয়ের মানুষ, তাই একই সাথে বিশাল ইফতারীর আয়োজন আবার এই চাপকল বসাবার খরচ জোগাড় করা একটু কঠিন। তাই বন্ধুদের নিয়ে ইফতার পার্টি করার পরিকল্পনাটা বাদ দিলাম। শুধু আল্লাহ এর কাছে দোয়া করেছি, এই পানি ব্যবহার করার সুযোগ করে দেবার জন্য তিনি যদি কোনো নেকি দেন, আমার এই বন্ধুদেরকেও যেনো তার ভাগ দেন।

এখন কয়েকটি প্রাসঙ্গিক ভাবনা শেয়ার করি:

(১) অনেকেই বলবেন, ইসলাম বলেছে একহাতে দান করলে যেন অন্যহাতই না জানে, এমনভাবে দান কর। তাহলে কেন এই দানের কথা ফেইসবুক এ বললাম। একটা উদ্যেশ্য আছে। যদি কেউ এই গল্প থেকে অনুপ্রাণিত হোন, এই আশায়। যে সমাজে অনেকেই এক কথায় হাজার যাহার ডলার দান করে দেন, সেখানে ৪০০-৫০০ ডলার দান করে যে দানের বাহাদুরী করা যায়না, এটা আমিও জানি, সবাই জানেন, তাই বাহাদুরির জন্য কথাটা বলিনি।

(২) টরন্টো, যুক্তরাজ্য, ঢাকা অথবা চট্টগ্রামের আমার বন্ধুরা বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, এক কথায় হাজার হাজার ডলার দান করার সামর্থ আমাদের খুব কম মানুষেরই আছে। তবে একটু যদি ভেবে কাজ করি, ১৪ পদের ইফতার দিয়ে বিশাল ইফতার পার্টি, অথবা সেহেরী পার্টি না করে ওই টাকাটা দিয়ে যদি অন্য কোনো অসহায় মানুষের সেবা করি, দেখবেন, এ এক অন্যরকম আনন্দ দেয়, বিশেষ করে যখন নিজের একটা বিলাসিতা বিসর্জন করে ওই দান করা হয়।

(৩) অনেকে বলবেন, আমি রেস্টুরেন্ট এ গিয়ে ৪১ পদ দিয়ে ইফতার না করলে ওই বেলায় আমার খুব বেশি হলে ১০০০ টাকা বাঁচবে (জী, চট্টগ্রাম এবং ঢাকায় এখন নাকি ৪১ থেকে শুরু করে ৭১ পদের খাবার দিয়ে ইফতার পার্টি হয়, আর জন প্রতি খরচ নাকি ১০০০ থেকে শুরু করে ২৫০০ পর্যন্ত, পত্রিকায় পড়লাম)। এই অল্প টাকায় কি হবে। তাঁদেরকে বলবো, ভাই (অথবা বোন), নিজের এই জগৎ থেকে বের হয়ে গরীব মানুষের জগতে গিয়ে একবার দেখেন, এই ১০০০ টাকাই তার কাছে এক আকাশ সমান। পরিবার নিয়ে কয়েকদিন পেট ভরে খাবার জোগাড় ওই ১০০০ তাকাতেই চমৎকার হয়ে যাবে।

(৪) অনেকে হয়তো ভাবেন "আমি তো এমনিতেই জাকাত, সাদ্কা ইত্যাদি অনেক দেই, সামান্য ইফতার পার্টি থেকে টাকা বাঁচিয়ে, অথবা দামী ঈদের পোশাক না কিনে সেই টাকা আবার কেন দিতে হবে?" যাঁরা এমন ভাববেন, তাঁদের কাছে একটাই প্রশ্ন, আপনি কি নিশ্চিৎ যে যা দান করেছেন তা যথেষ্ট? শেষ বিচারের দিন দাড়িপাল্লায় যখন পাপ-পুণ্যের হিসাব হবে, তখন পুণ্যের দিকটাতে যেনো সামান্য একটু টান না পরে যায় আবার।

নিজের চারপাশে, অথবা দেশের বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখুন, কাছের অথবা দূর-সম্পর্কের চাচা, ফুপু, ভাই, বোন, মামা, খালা অথবা আরো আপন অনেকেই আছেন যাঁরা অনেক কষ্টের মাঝে আছেন। তাঁদের একটু সাহায্য করলে কেউ জানুক বা না জানুক, কেউ বলুক বা না বলুক, সৃষ্টিকর্তা সরাসরি দেখবেন। আর নিজেদের সীমিত সামর্থের মধ্যেও যাঁরা অন্যকে সাহায্য করবেন, তাঁদের যে পুন্য হবে, তার তৃপ্তি কি আর কোথাও পাবেন? যদি আরো ২০-২৫ টা ডলার দেবার সামর্থ আল্লাহ আপনাকে দিয়ে থাকেন, তাহলে দয়া করে একটু অনলাইনে দেখুন। সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন, কঙ্গো থেকে সুদান, অথবা ইথিওপিয়া, লক্ষ লক্ষ মানুষ একটু পানি আর একমুঠো খাবারের অভাবে কষ্ট পাচ্ছে। তাঁদের প্রতি কি আমাদের কোনোই দায়িত্ত্ব নেই !? একটু ভাবুন, হঠাৎ চোখ বুজলে সৃষ্টিকর্তাকে কি জবাব দেবো?

পরিশেষে বলবো, আমরা সামান্য সামর্থ্যের সামান্য মানুষ। কিন্তু আমাদের এই শত সীমাবদ্ধতার মাঝেই সামান্য একটা পদক্ষেপ অনেক অভাবী মানুষের জীবনে অসামান্য একটা সময় এনে দিতে পারে। একটু ভেবে দেখবেন কি?

                                                                                      কানাডিয়ান বাংলাদেশী টরন্টোবাসী রিজুয়ান রহমানের ফেসবুক আইডি থেকে নেয়া। 


রিটেলেড নিউজ

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

অর্থের বিনিময়ে টিকটককে বিপদজনক প্রমাণের চেষ্টা মেটার

অর্থের বিনিময়ে টিকটককে বিপদজনক প্রমাণের চেষ্টা মেটার

bcv24 ডেস্ক

টিকটককে দমিয়ে রাখতে ব্যবসায়িক পরামর্শ প্রদানকারী এক প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে মেটা... বিস্তারিত

বিশ্বজয়ী হাফেজকে নিয়ে গায়ক আসিফের স্ট্যাটাস

বিশ্বজয়ী হাফেজকে নিয়ে গায়ক আসিফের স্ট্যাটাস

bcv24 ডেস্ক

১৯০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার সারাবিশ্বে প্রথম হয়েছে বাং... বিস্তারিত

যত বড় সাংবাদিক তত বড় কলিজা ছিল সাংবাদিক পীর হাবিবের

যত বড় সাংবাদিক তত বড় কলিজা ছিল সাংবাদিক পীর হাবিবের

বাবলু চৌধুরী

পূর্বপশ্চিম অনলাইন পত্রিকা করে আমার উপর আস্থা রেখে শুরুতে চট্টগ্রামের দায়িত্ব দিয়েছিলেন। কানাড... বিস্তারিত

লকডাউনে অভিভাবকদের প্রতি কলেজ শিক্ষকের পরামর্শ

লকডাউনে অভিভাবকদের প্রতি কলেজ শিক্ষকের পরামর্শ

জেলা প্রতিনিধি

বাংলাদেশে দীর্ঘকালীন লকডাউনে শিক্ষার্থীরা বেশী ক্ষতির সমুক্ষীন হয়েছে বলে শিক্ষাবিদরা বরাবরই বল... বিস্তারিত

৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন

৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন

bcv24 ডেস্ক

০৮ বছর আগে আজকের এইদিনে বাংলাদেশ ব্যাংক থেকে ১ বছরের লিয়েন নিয়ে যোগ দিয়েছিলাম ক্যাডার সার্ভিসে-চা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত