দক্ষিণ যুবলীগের নেতৃত্বের দৌড়ে একঝাঁক ছাত্রনেতা আলোচনায় সোহেল শাহরিয়ার

বিশেষ প্রতিবেদক    ০৯:৪৫ পিএম, ২০১৯-১১-২৪    688


দক্ষিণ যুবলীগের নেতৃত্বের দৌড়ে একঝাঁক ছাত্রনেতা আলোচনায় সোহেল শাহরিয়ার

দীর্ঘ সাত বছর পর গত শনিবার (২৩ নভেম্বর) রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে অধ্যাপক  শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যান এবং মোঃ মাইনুল হাসান খান নিখিলকে  সাধারণ সম্পাদক করে যুবলীগের জাতীয় নেতৃত্ব ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সম্মেলনের পরপরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সম্মেলনকে ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে।  ইমেজ সংকট কাটিয়ে দক্ষিণ যুবলীগকে একটি গতিশীল করার দায়িত্ব নিতে চান একঝাঁক সাবেক ছাত্র নেতা। ইমেজ পুনরুদ্ধারের সংগ্রামের কথা ইতিমধ্যে জাতীয় দুই নেতা ঘোষণা দিয়েছেন। তাই দক্ষ, স্বচ্চ ও ত্যাগীদের কাঁধেই এবার নেতৃত্ব আসছে এটা এখন ‘টক অব দ্যা ঢাকা’।

দক্ষিণ যুবলীগের শীর্ষ পদের দায়িত্ব নিতে পদপ্রত্যাশীরা ইতোমধ্যেই লবিং-তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন। নানা উপায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দায়িত্বশীল শীর্ষ নেতাদের নজরে আসার চেষ্টা করছেন।

নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে দক্ষিণ যুবলীগের তৃণমূলের নেতা-কর্মীদের দাবি অপকর্মের সঙ্গে যুক্ত, বিতর্কিত কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়েছেন, তাদের কোনো ভাবেই নেতৃত্বে দেখতে চাননা তৃণমূল। তাদের দাবি, দক্ষিণ যুবলীগের নতুন নেতৃত্ব অবশ্যই সৎ, অভিজ্ঞ এবং সাংগঠনিক গুণাবলীর অধিকারী হতে হবে।
 
জানা গেছে, এবারের সম্মেলনে প্রাধান্য দেয়া হতে পার ১/১১-এর পরীক্ষিত কর্মীদের। পদপ্রত্যাশীদের সাথে কথা বলে জানা গেছে, তারা নিজেরাও চান সংগঠনের নেতৃত্বের দায়িত্ব যেই পান, তিনি যেন পরিচ্ছন্ন ভাবমূর্তি আর সাংগঠনিক দক্ষ হয়।
 
দক্ষিণ যুবলীগের শীর্ষ পদের লড়াইয়ে এগিয়ে আছেন দক্ষিণের যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। তিনি সংগঠনটির সভাপতি প্রার্থী। রেজাউল করিম রেজা বিএনপি-জামায়াতের আমলে সামনের কাতারে থেকে আওয়ামী লীগের জন্য রাজনীতি করেছেন। ১/১১ এর সময়ও নেত্রীর মুক্তি আন্দোলনে ছিলেন সামনের সারিতে।

রেজাউল করিম রেজা বলেন, সাবেক ছাত্রনেতা যারা দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, যারা সৎ, দক্ষ ও ক্লিন ইমেজের তাদের মধ্য থেকে নেতা নির্বাচন করা যেতে পারে। তবে সংগঠনের বাহির থেকে নয়, যারা দীর্ঘ দিন দক্ষিণের যুবলীগের দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে।

একই পদের জন্য প্রার্থী হিসেবে আছেন সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু। তিনি বলেন, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে। যারা দুঃসময়ে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন, ক্লীন ইমেজে রয়েছে তাদের মধ্য থেকেই নেতৃত্ব বাছাই করা হোক।

এছাড়াও আলোচনায় রয়েছেন দক্ষিণ যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাম ফেরদৌস ইব্রাহিম। ১/১১-এর দুর্দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্ব পালন করেছে।  সাবেক এই ছাত্রনেতা ১/১১এর দুঃসময়ে নেত্রীর মুক্তি আন্দোলনে রাজপথে ছিলেন সামনের কাতারে।

ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্য থেকে আলোচনা রয়েছে সোহেল শাহরিয়ার। তিনি ১৯৯৭ সালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০২ বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রাজপথে থেকেছেন। আওয়ামী লীগ বিরোধী দলে থাকায় বিএনপির হাতে অনেক অত্যাচর ও নিযার্তনের শিকার হয়েছে। রাজনৈতিক কারণে কারাবন্দি হয়েছেন কয়েক বার। ১/১১- এর সময় নেত্রীর মু্ক্তি আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হন। তখনও নির্যাতনে শিকার হন তিনি।

যুবলীগের নেতৃত্বের বিষয়ে সোহেল শাহরিয়ার বলেন, যারা দুর্দিনে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ যারা হৃদয় দিয়ে ধারণ করে ও লালন করে তাদের মধ্য থেকে যুবলীগের নেতৃত্ব আসুক। তারা সততার সঙ্গে সংগঠন পরিচালনা করবে।
তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা পিতার সন্তান। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রিয় মমতাময়ী নেত্রীর যে কোন কর্মসূচি বাস্তবায়ন করেছি বিভিন্ন সময়ে ছাত্রলীগের দায়িত্ব পালনকালীন সময়ে। আদর্শের জায়গায় কোন দাগ লাগতে দিইনি। দলের নাম ব্যবহার করে কোন অনৈতিক সুবিধা গ্রহণ করিনি। প্রিয় নেত্রীর ভ্যানগার্ড হয়ে অতীতেও ছিলাম, আমৃত্যু থাকবো।

দক্ষিণ যুবলীগের শীর্ষ পদে দায়িত্ব নিতে চান সাবেক ছাত্রনেতা  এস এম সিরাজুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।


প্রসঙ্গত : যুবলীগ দক্ষিণের সম্মেলন হয়েছিল ২০১২ সালের ৫ জুলাই। আর উত্তরের সম্মেলন হয়েছিল ৮ জুলাই। ওই সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হন ইসমাঈল চৌধুরী সম্রাট এবং সাধারণ সম্পাদক হন ওয়াহিদুল ইসলাম আরিফ। ২০১৩ সালে মিল্কী হত্যার পর পলাতক থাকেন ওয়াহিদুল ইসলাম আরিফ। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এইচ এম রেজাউল করিম রেজা।
ক্যাসিনোকাণ্ডে বারবার দক্ষিণ যুবলীগের নাম আসার ইমেজ সংকটে পরে সংগঠনটি। বিশেষ করে সরকারের শুদ্ধি অভিযানের আওতায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আাটক হন সংগঠনটির দক্ষিণ শাখার সভাপতি ইসামইল চৌধুরী সম্রাট ও তার সহযোগীরা। আটক হওয়ার পরপরই সংগঠন থেকে তাদের বহিষ্কারও করা হয়। অব্যাহতি দেয়া হয় সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও।

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত