শনিবার, ৩ জুন ২০২৩ ০১:৩৪ এএম
প্রতিদিন আমরা নানা কিছুর ভিতর দিয়ে নিজেদের অতিক্রান্ত করি জীবনের সীমানায়। সীমাবদ্ধ মানুষ তার জ্ঞানের মহিমায় অসীম এর সীমায় পৌঁছানোর চেষ্ঠায় অবিরত। এই পথ চলার ভিতরে বাহিরে নানা কিছুর ঝংকার। আমরা মানুষ-মানুষ্য সমাজে আমাদের জন্ম-আমাদেরকে প্রকাশের জন্য আমাদের নিজস্বতা রয়েছে। তারই বহিপ্রকাশ আমাদের চিন্তা, চেতনা, মননশীলতা, জ্ঞানের ও ধ্যানের স্বাধীনতা। মানুষ একবারই জন্মগ্রহন করে। জন্মের সাথে সাথে ক্রমান্বয়ে সে পরিবার, সমাজ, দেশ ও জাতীর সাথে পরিচিত ও বিকাশিত হতে থাকে এবং মানব সভ্যতার নানা বিষয়ের সাথে জড়িয়ে তোলে এবং তার নিজস্ব বিশ্বাসের জগত তৈরি
করে।
এই বিশ্বাসের ভিত্তিভূমি হিসেবে অতীতের ও বর্তমানের প্রচলিত ধ্যান ধারনা, ধর্মীয় বিশ্বাস, আর্থ-সামাজিক-রাজনৈতিক নানা মত ও পথের সমাহারের মধ্যে থেকে তার নিজস্বতা নির্মাণ করে। এই নির্মাণের ক্ষেত্রে প্রচলিত ব্যবস্থার অথবা বিশ্বাসের বিপরীতে আবার নতুন কিছুর অবস্থান নিলেই ইতিহাসের নানা স্তরে দেখেছি তার বিরুদ্ধে বিরুদ্ধাচরন করা হয়েছে, তাকে নিপীড়ন করা হয়েছে, পাগল বলে আখ্যায়িত করা হয়েছে, বিরুদ্ধবাদী বলে অভিযোগ করা হয়েছে, এমন কি মানব জাতির শত্রু বলে হত্যাও করা হয়েছে।
কিছু প্রকৃত চিন্তাশীল ব্যাক্তিত্ব, পুরান প্রচলিত পৃথিবীতে নতুন দিগন্তের সূচনা করে মানব জাতীকে নতুন ধারায় স্থান দেন। তাদের কাছে যুগে যুগে মানব জাতি ঋনী থাকে। তারা প্রাত:স্মরণীয় হয়ে থাকেন আমাদের হৃদয়াকাশে ও চিন্তা ও চেতনার কেন্দ্র বিন্দুতে।
আগেই বলেছি, মানুষ এক বারই জন্মগ্রহন করে। কেবল মানুষই তার সভ্যতা নির্মাণ করে মানুষ তার একাকিত্ব পরিহার করে বহুর মধ্যে, বিচিত্রের মধ্যে, নানা সম্বন্ধে নিজের শক্তিকে নানাভাবে বিস্তৃত করে পূর্ণতা লাভ করে।
অতএব, আমাদের মধ্যে কেউ যদি নতুন চিন্তা, চেতনা, উপলব্দি, বিশ্বাস নিয়ে উপস্থিত হয় তবে তা পরখ করার বা গ্রহন করার মত শক্তি যেন অন্তরে প্রস্তুত থাকে। নতুনকে গ্রহন করার মানষিকতার মধ্যেই মুক্তি কেননা যখন আমরা জাগ্রত থাকি তখন আমাদের শক্তির সাথে শক্তির লীলা বা মিলন ঘটে। যখনই আমরা বিছিন্ন তখনই আমরা ক্ষুদ্র।
কবি গুরুর একটা উদ্ধৃতি দিয়ে এই লেখা শেষ করছি :
“আমাদের এই চিরন্তন ইচ্ছার অধিকার নিয়ে আমরা এক একবার অহংকারে উন্মত্ত হয়ে উঠি। বলি যে, আমার ইচ্ছা ছাড়া আর কাউকেই মানি নে-এই বলে সকলকে লঙ্ঘন করার দ্বারাই আমার ইচ্ছা যে স্বাধীন এইটে আমরা স্পর্ধার সঙ্গে অনুভব করতে চাই।”
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার ... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ অভিযান সম্পর্কিত যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠ... বিস্তারিত
তাপপ্রবাহ ও তাপমাত্রা বৃদ্ধি জনিত অসুস্থতায় ৬৫ বছর ও তার চেয়েও অধিক বয়সীদের মৃত্যুহার বিগত বিভিন... বিস্তারিত