কানাডায় দেশবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:হাইকমিশনার

bcv24 ডেস্ক    ১০:১১ পিএম, ২০২২-০৩-১৮    88


কানাডায় দেশবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:হাইকমিশনার

‘বঙ্গবন্ধুর জন্মদিনে মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টধারী ও হাতে লেখা পুরনো পাসপোর্ধারী বাংলাদেশিগণ টং পাবেন বলে ঘোষণা দেন । মেয়াদ উত্তীর্ণ আবেদনকারীগণ বাং-এর আবেদন করলে তাদের তথ্য সমূহ বিশেষব্যবস্থায় ডাটাবেজের অন্তর্ভুক্ত হবে। এ ডাটাবেজের মাধ্যমে বাং গ্রহণকারী তথা প্রবাসী বাংলাদেশিরা হাইকমিশনের যোগাযোগের আওতায় আসবেন। হাইকমিশনার মহোদয় আরো আশ্বস্থ করেন যে, চলতি মাসে ২৬শে মার্চের পর থেকেই ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল করবে এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের সাথে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।’


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের অনুষ্ঠানে হাইকমিশনার ড. খলিলুর রহমান এসব কথা কথা বলেন।


তিনি বলেন, যারা দেশ বিরোধী প্রচারণায় ও অপতৎপরতায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসে যেসব প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপতৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে।’
গতকাল ১৭ মার্চ সকাল নয়টা থেকে  বাংলাদেশের জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কানাডা। গতকাল ১৭ মার্চ সকাল নয়টায় বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার ড. খলিলুর রহমান। এ সময় হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের সময়জাতীয় সংগীত বাজানো হয়। পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুসহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷
সকাল এগারোটায় বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে   পুষ্পস্তবক অর্পণ করা হয়। উদ্বোধনের পর এ দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণীগুলো হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পাঠ করেন ।



আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইকমিশনার ড. খলিলুর রহমান। উক্ত ভার্চুয়াল বিশেষ আলোচনা সভায় আমন্ত্রিত অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. মীজানুর রহমান এবং সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মন ছিল হিমালয়ের মতো বিশাল এবং নেতৃত্ব দানে তাঁর সিদ্ধান্ত ছিল সব সময় পর্বতের মতো অটল। তিনি সব সময় সাধারণ মেহনতী মানুষের পক্ষে কথা বলেছেন এবং কাজ করে গেছেন। এজন্য বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও রাষ্ট্রনায়ক হিসাবে তাঁকে বিশ্ব নেতৃবৃন্দরাও অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন।  বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাঁর মন সবসময় দরিদ্র ও দুস্থ শিশুদের জন্য কাতর হয়ে থাকত। তিনি স্কুলে পড়াকালীন সময়ে অন্য অভাবী শিশুদের নিজের জিনিস দিয়ে সাহায্য করতেন|

রাষট্রগঠনের যে চিন্তা করেছিলেন তা আওয়ালীগের গঠনতন্ত্রে উল্লেখ ছিল। ১৯২০ সালে বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল৷ তিনি আরো বলেন যে, বঙ্গবন্ধু শুরু থেকেই বুঝেছিলেন যে, পাকিস্তান বাঙালীদের জন্য সৃষ্টি হয়নি। সেজন্যই বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে নেতৃত্ব দান করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন| তিনি আরো বলেন বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ব শেখ হাসিনা একটি সাম্যের দেশ, মানবিক দেশ, এবং ধর্মনিরপেক্ষ দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
এরপর সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর, এমপি মহোদয়ের ভিডিও ধারণকৃত একটি কবিতা শোনানো হয়। কবিতা আবৃত্তির পর মুজিববর্ষ উদযাপনের সমাপ্তি উপলক্ষে থিম সংগীত পরিবেশন করা হয়।


থিম সংগীতের পরপরই হাইকমিনার তাঁর বক্তব্য রাখেন।   হাইকমিশনার সভাপতির বক্তব্যে শুরুতেই জাতির পিতাসহ সকল শহিদকে বিনম্র চিত্তে স্মরণ করেন। তিনি উপস্থিত সকলকে এবং বিশেষভাবে আমন্ত্রিত বক্তার মূল্যবান অভিজ্ঞতা সংবলিত বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানান।


হাইকমিশনার বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে বলেন, “সবারই সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়”।
আলোচনা অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রিটেলেড নিউজ

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

bcv24 ডেস্ক

দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷   গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত