সকালে-বিকালে নগরজুড়ে ‘গাড়ি যেন নড়েই না’

bcv24 ডেস্ক    ০১:০০ এএম, ২০২২-০৪-০৬    73


সকালে-বিকালে নগরজুড়ে ‘গাড়ি যেন নড়েই না’

মার্চের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে ঢাকায় প্রতিদিনই প্রচণ্ড যানজটে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। রোজা শুরুর পর যানজট আরও তীব্র হয়েছে। বিশেষ করে সকালে কর্মস্থলে যাওয়া এবং ইফতারের আগে বাসায় ফেরার পথে যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।

হঠাৎ রোজার শুরুতে যানজট আরও তীব্র হওয়ার নানান কারণের মধ্যে রমজানে অফিস সময় পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে বেশি। এছাড়া সড়কে যত্রতত্র পার্কিং, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার মত পুরনো কারণের সঙ্গে দীর্ঘদিন পর স্কুল চালু হওয়ার বিষয়টিও রয়েছে বলে জানাচ্ছেন চালক, যাত্রী ট্রাফিক সংশ্লিষ্টরা।

গত দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রাস্তায় ইফতার করার ছবি পোস্ট করেছেন। যানজটের ভোগান্তি নিয়ে নানান মন্তব্য করেছেন। রোজার শুরুতেই হঠাৎ সড়কে নাস্তানাবুদ হয়ে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।

এই যানজট ঢাকার বনানীতে। সোমবার বিকালে মহাখালী থেকে শুরু করে বনানীর কাকলী পর্যন্ত সড়কের দুই পাশেই ছিল তীব্র যানজট। ছবি: মাহমুদ জামান অভিএই যানজট ঢাকার বনানীতে। সোমবার বিকালে মহাখালী থেকে শুরু করে বনানীর কাকলী পর্যন্ত সড়কের দুই পাশেই ছিল তীব্র যানজট। ছবি: মাহমুদ জামান অভিতিন ধরে নগরীজুড়ে এমন যানজটের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন অফিস সময় ৯টা থেকে ৩টা, পাশাপাশি ইফতারের আগে বাসায় ফেরার একটা চাপ থাকে।

অন্য সময় অফিস ছুটি হলেও ঘরে ফেরার এত তাড়া থাকে না। রোজায় যেটা রয়েছে। ফলে কম সময়ে অনেক যানবাহন যাচ্ছে, আসছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। তারপরও পুলিশ যানজট নিয়ন্ত্রণে রাখার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

রমজানের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। সকালে শুরু হওয়া যানজট পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে। তবে দুপুরের পর তা আরও তীব্র হয়।

মঙ্গলবার সকাল থেকে রামপুরা, মালিবাগ, মগবাজার, শান্তিনগর এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এই যানজট ঢাকার বনানীতে। সোমবার বিকালে মহাখালী থেকে শুরু করে বনানীর কাকলী পর্যন্ত সড়কের দুই পাশেই ছিল তীব্র যানজট।

 সোমবার বিকালে মহাখালী থেকে শুরু করে বনানীর কাকলী পর্যন্ত সড়কের দুই পাশেই ছিল তীব্র যানজট। দেখা গেছে, ইউলুপ ঘুরে এসে টার্মিনালের সামনে এসে যাত্রী তুলছে ঝটিকা, আলম এশিয়া লাইন, সৌখিন পরিবহনের ছয়টি বড় বাস। এভাবে বাস দাঁড় করিয়ে রাখায় ইউলুপের আগে সড়কের অংশ আরও সরু হয়ে গেছে। পেছন থেকে তিন লেইন ধরে আসা যানবাহন এখানে এসে দুই লেইনে চলছে।

জানতে চাইলে ট্রাফিক পুলিশের সহকারী উপ পরিদর্শক আবদুল আজিজ বলেন, “এখানে গাড়ি রাখায় গাড়ির গতি কিছুটা কমে যায়। কিছুটা যানজট হয়। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

 

মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত ১০টি সিএনজি ফিলিং স্টেশন। গত কয়েকদিন ধরে বিকাল ৫টা থেকে ১১টা পর্যন্ত গ্যাস দেওয়া বন্ধ থাকায় চালকরা আগেই এসে গ্যাস নিতে ভিড় করছেন। প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই গ্যাস নিতে আসা যানবাহনের সারি চলে গেছে সড়কে। দুপুর ২টায় মহাখালীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

গ্যাস ভরতে আসা যানবাহনের কারণেও যানজট প্রকট হচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিকের উপপরিদর্শক সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “এসব কারণে এই এলাকায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। আমরা রেকারিং করতে যাই, চালকরা অনুরোধ করে, বলে গাড়িতে গ্যাস নাই।

 

মঙ্গলবার খিলগাঁওয়ে যানজট অন্যদিনের চেয়ে কিছুটা কম ছিল। খিলগাঁও রেলগেট এলাকার ফল ব্যবসায়ী হারুন আল কাউসার বলেন, “সকালে অফিস টাইমে কিছুক্ষণ জ্যাম ছিল। এরপর থেকে রাস্তা ফাঁকাই আছে। সিগন্যাল বাদে গাড়ি ঘোড়ার তেমন জটলা নেই।

 

 

রাজারবাগ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল খুরশিদ আলী বলেন, “দুপুর পর্যন্ত তো জ্যাম তেমন ছিল না। বিকালে অফিস ছুটির সময়ে হয়ত যানজট বাড়তে পারে।

 

 

মেট্রো রেলের নির্মাণকাজের জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও যেতে বরাবরই যানজট পোহাতে হয় যাত্রীদের।

 

আজকে (মঙ্গলবার) গুগল ম্যাপ দেখে দুপুরে বের হয়েছি, যানজট এড়াতে। কালশী থেকে ১২টা ৫০ রওনা দিয়ে দুপুর দেড়টায় নাবিস্কোতে এসেছি। বনানী থেকে মহাখালী পর্যন্ত টুকটাক সিগন্যালে পড়েছি। জ্যাম ছিল না। সাধারণ সময়ে একই চিত্র থাকে এই রাস্তায়।

 

নিউ মার্কেট মোড়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আব্দুর রাজ্জাক বলেন, গত তিন দিনের চেয়ে মঙ্গলবার দুপুরে যানবাহনের চাপ কিছুটা কম।রোজার আগে যে তীব্র যানজট দেখা যেত সেরকম হয়নি। বিকালের দিকে চাপ বাড়ে; তবে সেই চাপ তীব্র নয়।তবে ধানমণ্ডি ৩২ নম্বর, ২৭ নম্বর, শুক্রাবাদ সোবহানবাগ এলাকায় সড়কে তীব্র যানজট দেখা গেছে।

 

 


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

bcv24 ডেস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মা... বিস্তারিত

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

bcv24 ডেস্ক

বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বা... বিস্তারিত

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

bcv24 ডেস্ক

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত