শুক্রবার, ১ জুলাই ২০২২ ১১:৪৭ এএম
কলকারখানার দূষিত পানি বুড়িগঙ্গা নদীতে গেলে সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
মেয়র বলেছেন, ‘এ রকম যদি হয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং সেসব কলকারখানা বন্ধ করতে বাধ্য হব। আমরা বসে থাকব না।’
আজ বুধবার দুপুরে পিডিবি পাওয়ার হাউস–সংলগ্ন শ্যামপুর শিল্পাঞ্চলের ঈগলু পয়েন্ট এলাকায় জলাবদ্ধতা নিরসনে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের ফজলে নূর তাপস এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শ্যামপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে ১৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে নর্দমা স্থাপন ও সংস্কার করা হচ্ছে।
কলকারখানার দূষিত পানি যেন এসব নর্দমায় না দেওয়া হয়। এ রকম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এখানে যেন শুধু স্বচ্ছ পানি আসে, তা নিশ্চিত করতে শিল্প-কলকারখানা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ জানান মেয়র ফজলে নূর। তিনি বলেন, ‘কোনো রকম কলকারখানার পয়োবর্জ্য, কলকারখানার দূষিত পানি যেন এই নর্দমায় না দেওয়া হয়। কারণ, এটা দিলে বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়ে যায়। সুতরাং আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, যাতে করে আমরা অবকাঠামো যেটা নির্মাণ করেছি, সেটাকে যেন কোনোভাবেই অপব্যবহার করা না হয়। কোনোভাবেই যেন কলকারখানার দূষিত পানি না দেওয়া হয়।’
মেয়র বলেন, পুরো ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডজুড়ে যে শিল্পাঞ্চল রয়েছে, এই শিল্পাঞ্চলে জলাবদ্ধতা ছিল। সেই পরিপ্রেক্ষিতেই নিজস্ব অর্থায়নে ১৩৬ কোটি টাকার বেশি ব্যয়ে এই কর্মযজ্ঞ নেওয়া হয়েছে। সংস্কারের কাজ শুরু করা হয়েছে।
অতিবৃষ্টি হলেও ঢাকাবাসীকে আধা ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারার আশাবাদ ব্যক্ত করেন ঢাকা দক্ষিণের মেয়র। তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, এই শিল্পাঞ্চলে আমরা ২৬টি স্থানে এবং পুরো ঢাকাব্যাপী ১০০–এর ঊর্ধ্বে স্থান চিহ্নিত করেছি। সেখানেও নিজস্ব অর্থায়নে এ রকম বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছি। সুতরাং এবার আমরা আত্মবিশ্বাসী যে এই অবকাঠামো উন্নয়নের সুফল ঢাকাবাসী পাবে। এ ছাড়া আমাদের বিশাল কর্মযজ্ঞ রয়েছে, কর্মপরিকল্পনা রয়েছে। নর্দমার মুখগুলো পরিষ্কারের ব্যবস্থা রয়েছে, কালভার্ট ও খাল আমরা পরিষ্কার করেছি। ভূগর্ভস্থ যে নর্দমা রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করেছি। সুতরাং আমরা আশাবাদী এবং আমরা আত্মবিশ্বাসী, অতিবৃষ্টি হলেও ইনশা আল্লাহ ঢাকাবাসীকে আধা ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সক্ষম হব।’
এ সময় অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ এবং ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
নগদ টাকা ছাড়াই এবার ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোরবানির পশুর হাট থেকে গ... বিস্তারিত
ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশ... বিস্তারিত
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. বাবুল (৪৫) নামে এক ... বিস্তারিত
সুনামগঞ্জের ছাতক ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বেশি হওয়ায় সুরমা নদীর পানি... বিস্তারিত
আজ মঙ্গলবারও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অনেকেই মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে আসে। তবে ... বিস্তারিত
যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বুধবার বলেছেন, তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমানের আপডে... বিস্তারিত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পালি... বিস্তারিত
বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বাণিজ্যের উন্নতি আনতে ১ বিলিয়ন ডলারের বেশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাং... বিস্তারিত
নগদ টাকা ছাড়াই এবার ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোরবানির পশুর হাট থেকে গ... বিস্তারিত