শুক্রবার, ১ জুলাই ২০২২ ১১:০৮ এএম
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লিখল ইংল্যান্ড। আগের দুই রেকর্ডও ছিল ইংল্যান্ডের, ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ৩ উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালের জুনে ফের নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছিল তারা। ফের একবার নিজেদের রেকর্ড নিজেরাই গুঁড়িয়ে দিল ইংল্যান্ড।
তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন নেদারল্যান্ডস। আজ (১৭ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যামসটেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই মাত্র ১
রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয় সেই ১ রান করে ফিরে যান শেন স্নেটারের বলে বোল্ড হয়ে। এরপরই শুরু হয় ইংল্যান্ডের ধ্বংসযজ্ঞ।দ্বিতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন ফিল সল্ট এবং ডেভিড মালান। আউট হওয়ার আগে শতকের দেখা পেয়েছেন দুজনই। সল্ট ৯৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৪ চার এবং ৩ ছয়ে। আর মালান ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে করেন ১২৫ রান।
সল্ট ৩০তম ওভারে দলীয় ২২৩ রানে লোগান ভ্যান বিকের বলে ফিরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন মালান, তাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন আইপিএলে শতকের পসরা সাজানো জস বাটলার। তৃতীয় উইকেটে এই দুজন মাত্র ৯০ বলে যোগ করেন ১৮৪ রান। ৪৫ তম ওভারে ডাচ পেসার পিটার সিলারের পরপর দুই বলে ফেরেন মালান এবং ইংলিশ অধিনায়ক এউইন মরগান।
তবে এরপর ব্যাটকে খাপখোলা তলোয়ার বানিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ১৬২ রানের ইনিংস খেলে দলকে নতুন উচ্চতায় নিয়ে যান বাটলার। মাত্র ৭০ বলে অবিস্মরণীয় এই ইনিংসের পথে ৭ চার এবং তার দ্বিগুণ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর শেষদিকে তাকে সঙ্গ দিয়ে ২২ বলে ৬৬ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ১৭ বলে করা লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডেতে দ্রুততম।
গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুঞ্জন অবশেষে সত্যিতে পরিণত হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিল... বিস্তারিত
বিরাট প্রতিভা নিয়ে ফুটবল অঙ্গনে পদচারণা শুরু করেছিলেন নেইমার। ক্রমেই তিনি হয়ে ওঠেন ব্রাজিলিয়ান ফ... বিস্তারিত
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে আগামী ২৭ জুন শুরু হতে যাওয়া এবারের উইম্বলডনে রাশিয়া ও বে... বিস্তারিত
শুক্রবার থেকে দেশের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্লাটফর্... বিস্তারিত
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা র... বিস্তারিত
রোঁলা গাঁরোর অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল আরও একবার নিজের রাজত্বের দখল বুঝে নিলেন। ফ্রেঞ্চ ওপেন... বিস্তারিত
যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বুধবার বলেছেন, তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমানের আপডে... বিস্তারিত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পালি... বিস্তারিত
বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বাণিজ্যের উন্নতি আনতে ১ বিলিয়ন ডলারের বেশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাং... বিস্তারিত
নগদ টাকা ছাড়াই এবার ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোরবানির পশুর হাট থেকে গ... বিস্তারিত