মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ০৪:১৪ এএম
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’। কোভিডের তাণ্ডবে দুই বৎসরের বিরতিতে অনুষ্ঠিত হল এই বনভোজন। এলামনাইয়ের দুই দশকের ইতিহাসে এই প্রথম বিপুল উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিশাল মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। অধিকন্তু একই দিনে এই প্রথম ‘শাটল ট্রেন ২০২২’নামে ডাইরেক্টরি প্রকাশনা ভিন্নমাত্রা যোগ করেছে এবারের বনভোজনে। উৎসবের আমেজে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বনভোজন অনুষ্ঠানটি রকমারি সুস্বাদু খাবার, আকর্ষণীয় রাফেল ড্র, বিভিন্ন ধরণের স্পোর্টস ও এলামনাইয়ের নিজস্ব শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় সমৃদ্ধ ছিল। বৃষ্টি হওয়ার সমূহ পূর্বাভাস থাকায় অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যাবে কিনা আয়োজকরা শঙ্কিত ছিলাম, তা স্বত্বেও টরন্টো ও বিভিন্ন শহর থেকে এসে এই মিলন মেলায় সমবেত হয় সকলেই। প্রকৃতিও যেন বৃষ্টি হওয়ার পূর্বাভাসকে মিথ্যা প্রতিপন্ন করে চমৎকার একটি দিন উপঢৌকন দিয়ে বরণ করে নিয়েছিল আয়োজনটিকে। অনুষ্ঠানের প্রথম দিকে সংগঠনের সাধারণ সম্পাদক শাজ্জাদ হোসেন সকলকে স্বাগত জানিয়ে সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেন। তাকে সহযোগিতা করেন যুগ্ম-সম্পাদিকা কানিজ ফাতিমা। এক পর্যায়ে সভাপতি এ এম এম তোহা ও ‘বনভোজন ২০২২’ এর আহবায়ক সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। বক্তব্যে উভয়ই উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে এলামনাইয়ের আগামী দিনের আয়োজন গুলোতেও সকলের অংশ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। সকালের নাস্তা, চট্টগ্রামের বিখ্যাত বেলা বিস্কুট সমেত চা, ৬ষ্ঠ পদের সমন্বিত মধ্যাহ্ন ভোজন, তরমুজ, আইসক্রিম, মিষ্টান্ন ও চনাচুর-মুড়ি সকলে পরিতৃপ্তির সাথে গ্রহণ করেন। পাশাপাশি চলতে থাকে স্পোর্টস ও সঙ্গীত পরিবেশনা। জনপ্রিয় কিছু গান সহ চট্টগ্রামের আঞ্চলিক গানের সাথে অপেশাদার নৃত্য শিল্পীদের নৃত্যও উপভোগ করেন সকলেই। দিনভর চলতে থাকা এই আয়োজনের বিভিন্ন পর্বে দায়িত্ব প্রাপ্তদের সহযোগিতায় স্ব:তস্ফূর্থ ভাবে এগিয়ে আসেন অন্যান্য সদস্যরা। ডাইরেক্টরি ‘শাটল ট্রেন ২০২২’মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদ্বয় ড. সাদাত হোসেন, ড. কাজী সদরুল হক, ডাইরেক্টরি প্রকাশনা কমিটির ড. মোঃ হুমায়ুন কবির ও স্বপন কুমার নাথ। রাফেল ড্রয়ের পুরস্কার সহ অন্যান্য পুরস্কার বিতরণে অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন এলামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া। এক ঝাঁক আন্তরিক সদস্যের শ্রম ও সম্মিলিত উদ্যোগের ফসল হল এই সার্থক ও সফল বনভোজন অনুষ্ঠান। এরা হলেন রাফেল ড্রয়ে সহ-সভাপতি সনৎ বড়ুয়া, স্পোর্টসে ক্রীড়া সম্পদিকা নাসিমা বেগম লাভলী। আপ্যায়নে ছিলেন কোষাধ্যক্ষ বিশ্বজিত পাল, যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল আলম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্যবৃন্দ জহিরুল হক চৌধুরী, একেএম খোরশেদ আলম খান, কাজী আব্দুল বাসিত, এলামনাইয়ের আজীবন সদস্যবৃন্দ রূপন কান্তি দাশ গুপ্ত, বিনয় মজুমদার, রাজিব কুমার ঘোষ, নাসিমা খানম নিলু। অন্যান্য বিষয়ে সহযোগিতায় ছিলেন যুগ্ম-সম্পাদক দেবরাজ বিশ্বাস, জনসংযোগ সম্পাদিকা তেহজিনা এমদাদ নুপুর, আপ্যায়ন সম্পাদিকা সৈয়দা সেলিনা সারওয়ার, সাধারণ সদস্যা রওশন আকতার। বিশেষ করে অতিথিদের মধ্যে প্রকৌশলী সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, নাসির উদ্দিন, আমাদের সন্তানদের আসনাফ ও ইউশার সহযোগিতাও উল্লেখযোগ্য। কৃতজ্ঞতার সহিত সকলকে জানাই ধন্যবাদ। আর্থিক অনুদান ও বিজ্ঞাপন দিয়ে যার সাহায্য করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সর্বোপরি তোহা ভাই, হুমায়ুন ভাই, সাজ্জাদ ভাই স্বপন দাদা ও বিশ্বজিত দাদার সর্বাত্মক সহযোগিতার জন্য জানাই বিশেষ ধন্যবাদ।
কোভিডের কারণে দুইটি বনভোজনের আনন্দ উপভোগ বঞ্চিত হওয়ার রেশ যেন জমজমাট, সফল ও সার্থক ‘বনভোজন ২০২২’ প্রশমন করেছে বেশ। এলামনাইকে ঘিরে সৃষ্ট স্মৃতির এলবাম আরও সমৃদ্ধ হল এবারের আয়োজনে। এবারের সাফল্যের ধারাবাহিকতায় এলামনাইয়ের আগামী দিনের আয়োজনের প্রত্যাশায় থাকলাম।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
বিগত ২৪-শে জুলাই (রোববার) স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত