শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২৯ এএম
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট অনুষ্ঠিত হবে। এ ফেস্টকে ঘিরে টরন্টোর বাংলাদেশী কমিউনিটির মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে রক ফেস্টের সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। টরন্টোতে আয়োজিত এ বাংলা রক ফেস্টে বাংলাদেশী কমিউনিটির এক মিলন মেলায় পরিণত হবে বলে দাবি করছেন আয়োজকরা।
বাংলাদেশি ব্যান্ড অ্যাসোসিয়েশন কানাডার সহযোগিতায় বাংলা রক ফেস্ট আয়োজনের অগ্রভাগে রয়েছেন, ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ, আসাদুন নূর, সাকিব আজাদ এবং আসিফ আহমেদ প্রকাশ প্রমুখ।
এছাড়া এ আয়োজনে সহযোগিতা
করছেন ব্যারিস্টার ওমর আল জাহিদ, ফরহাদ রিয়েলটি ইংক এবং ওডিন প্রটেকশন সার্ভিস।লাক্স চ্যানেল আই সুপারস্টার ও উপস্থাপক রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এ আয়োজনে অংশগ্রহণ করবেন বাংলাদেশি ব্যান্ড শূন্য, ফুয়াদ আল মুক্তাদির, মানুষ, যান্ত্রিক, ব্যান্ডফোর, সুর, ঝড়।
আয়োজক ফরহাদ আহমেদ মিশু বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের বাংলা রক ফেস্টের আয়োজন। আমাদের বিশ্বাস এ আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আমাদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে পারব।
এ অনুষ্ঠানের বিষয়ে আয়োজক সায়েম আহমেদ বলেন, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে কানাডায় বেড়ে ওঠা আমাদের দেশের তরুণ প্রজন্মকে তেমন একটা দেখা যায় না। অথচ কানাডিয়ান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা ছুটে যান। তার মানে হচ্ছে সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আছে, কিন্তু আমরা তাদের মতো করে আমাদের সংস্কৃতি তাদের কাছে পৌঁছে দিতে পারছি না।
এ সময় ফরহাদ আহমেদ মিশু ও সায়েম আহমেদ 'বাংলা রক ফেস্টে' যথাসময়ে আসতে সকলের প্রতি আহবান জানান।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
বিগত ২৪-শে জুলাই (রোববার) স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব ট... বিস্তারিত
ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার ... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ অভিযান সম্পর্কিত যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠ... বিস্তারিত
তাপপ্রবাহ ও তাপমাত্রা বৃদ্ধি জনিত অসুস্থতায় ৬৫ বছর ও তার চেয়েও অধিক বয়সীদের মৃত্যুহার বিগত বিভিন... বিস্তারিত