শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৭ এএম
সম্প্রতি দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গেল এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত সপ্তাহে সারা দেশে ৫ হাজার ৭৬ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ২ হাজার ২৭২ জন। এক সপ্তাহে রোগী বেড়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ।
গেল সপ্তাহে সারা দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ জনের। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৫ জন। সে হিসাবে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ।
সাত
সপ্তাহ পর সোমবার দেশে একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবার সাতশ’ ছাড়িয়েছে, এই সময়ে ৬ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২১ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৮৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
সর্বশেষ ওইদিনই ৬ জনের মৃত্যুর খবর এসেছিল, তার পর থেকে কোভিডে দৈনিক মৃত্যু ছয়ের নিচেই ছিল।
আর এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ১৯ জুলাই, সেদিন ৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সামান্য বেড়ে ১৩ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ১২ দশমিক ৯৬ শতাংশ ছিল।
রোববার (২৫ সেপ্টেম্বর) ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সেই সঙ্গে দুজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৫৯ জন।
২৪ ঘণ্টায় ৪৩৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬৫ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৫১ লাখ।
এই মৌসুমে শিশুদের হাত পা ও মুখের রোগবালাই দেখা দিচ্ছে। সঠিকভাবে রোগ চিহ্নিত করতে না পারায় সুচিকিৎ... বিস্তারিত
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ... বিস্তারিত
ডায়াবেটিস নিয়ে প্রতিনিয়ত সতর্ক করছেন চিকিৎসকরা। সুস্থ থাকার জন্য দিচ্ছেন নানা পরামর্শ। সুস্থ থা... বিস্তারিত
মৌসুমী রোগব্যাধির মধ্যে চিকুনগুনিয়া অন্যতম। এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস সৃষ্ট একটি সংক্রমণ। হ... বিস্তারিত
আদিম যুগে মানুষের প্রধান কাজ ছিল খাদ্যের খোঁজে বের হওয়া। খাবার সংগ্রহ আর তা সংরক্ষণ নিয়ে চিন্তার শ... বিস্তারিত
কারও শরীরের ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ব্যবস্থা) যদি তার নিজের শরীরকেই ভুল করে আক্রমণ করে বসে সহজ ... বিস্তারিত
ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার ... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ অভিযান সম্পর্কিত যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠ... বিস্তারিত
তাপপ্রবাহ ও তাপমাত্রা বৃদ্ধি জনিত অসুস্থতায় ৬৫ বছর ও তার চেয়েও অধিক বয়সীদের মৃত্যুহার বিগত বিভিন... বিস্তারিত